Menu

Drop Down Menus

vvv

Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

Wednesday, January 8, 2020

2020 West Bengal Madhyamik Routine And Results

 



On which date the West Bengal madhyamik examination 2020 will start? When the results of WB Madhyamik 2020 will be publishedThis is the page where you will get WB Madhyamik 2020 date sheet - time table. You will get complete information of important features, routine, results publishing date and websites that would publish the results.

2020 West Bengal Madhyamik Exam Result On July 15

Result of class 10 exams will be released tomorrow, July 15. The results will be out around 10 am tomorrow and a merit list will also be declared. Once the results are released, students can check their results on the official website wbbse.org or wbresults.nic.in.

এ বছর ৭০০-র মধ্যে ৬৯৪ নম্বর পেয়ে মাধ্যমিকে প্রথম হয়েছে পূর্ব বর্ধমানের মেমারির অরিত্র পাল। সে মেমারি বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুলের ছাত্র। দ্বিতীয় স্থানে রয়েছে দু’জন— বাঁকুড়ার সায়ন্তন গড়াই ও পূর্ব বর্ধমানের অভিক দাস। তাদের প্রাপ্ত নম্বর ৬৯৩। ৬৯০ নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে তিন জন। তারা হল বাঁকুড়ার সৌম্য পাঠক, পূর্ব মেদিনীপুরের দেবষ্মিতা মহাপাত্র, উত্তর ২৪ পরগনার অরিত্র মাইতি। এ বছরের মাধ্যমিকের মেধা তালিকায় মোট স্থান পেয়েছেন ৮৪ জন। তবে তার মধ্যে কলকাতার কেউ নেই।

• আগামী ২২ ও ২৩ তারিখ স্কুল থেকে মার্কশিট পাওয়া যাবে 

• স্কুলগুলি যে ভাবে মার্কশিট দেবে, সে বিষয়ে নির্দিষ্ট গাইডলাইন তৈরি হয়েছে

• মেধা তালিকায় প্রথম দশে ৮৪ জন 

• তৃতীয় হয়েছে তিন জন—  বাঁকুড়ার সৌম্য পাঠক, পূর্ব মেদিনীপুরের দেবষ্মিতা মহাপাত্র, উত্তর ২৪ পরগনার অরিত্র মাইতি, তাদের প্রাপ্ত নম্বর ৬৯০ 

• দ্বিতীয় হয়েছে বাঁকুড়ার সায়ন্তন গড়াই ও পূর্ব বর্ধমানের অভিক দাস, তাদের প্রাপ্ত নম্বর ৬৯৩

• মাধ্যমিকে প্রথম হয়েছে পূর্ব বর্ধমানের অরিত্র পাল, প্রাপ্ত নম্বর ৬৯৪, সে মেমারি বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুলের ছাত্র 

• ছাত্রদের মধ্যে পাশের হার ৮৯.৮৭%, ছাত্রীদের পাশের হার ৮৩.৪৭%

• ২২ জুলাই সকাল ১০ টা থেকে দেওয়া হবে মার্কশিট।

• রাজ্যের ৪৯টি কেন্দ্র থেকে মার্কশিট তুলে দেওয়া হবে সফল পরীক্ষার্থীদের হাতে।

• পূর্ব বর্ধমানের মেমারি বিদ্যাসাগর মেমোরিয়াল স্কুলের অরিত্র পাল রাজ্যে প্রথম হয়েছে। ৭০০-র মধ্যে ৬৯৮ পেয়েছে সে

• মাধ্যমিকের ১৩৯ দিনের মাথায় ফলপ্রকাশ

• পাশের হারে রেকর্ড। ৮৬.৩৪ শতাংশ পাশ করেছে। 

• মোট আট লক্ষ ৪৩ হাজার ৩০৫ জন উত্তীর্ণ হয়েছেন এ বারের মাধ্যমিক পরীক্ষায়

• পাশের হার সবথেকে বেশি পূর্ব মেদিনীপুরে। ৯৬.৫৯ শতাংশ

• পাশের হারে দ্বিতীয় ও তৃতীয় স্থানে পশ্চিম মেদিনীপুর (৯২.১৬ শতাংশ) ও কলকাতা (৯১.০৭ শতাংশ)

 

গত ১৮ ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। গত বারের তুলনায় এ বার পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ৩৩ হাজার কমলেও, ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা বেশি ছিল। এ বছর ৪ লক্ষ ৩৯ হাজার ৮৭৯ জন ছাত্র পরীক্ষায় বসে। মেয়েদের সংখ্যা ছিল ৫ লক্ষ ৭৬ হাজার ৯ জন।


West Bengal Board of Secondary Education (WBBSE) will fix a date for Bengal Board 10th examination result declaration after lockdown is lifted and normalcy returns. The information was given by the Education Minister Partha Chatterjee to news agency PTI on Wednesday.
Mr. Chatterjee said that the state Secondary Education Board will decide the date to announce 10th result after normalcy is restored after lockdown.

The sorting and evaluation process for the exam answer sheets in being done at a rapid speed. Once the evaluation process is completed, the rest of the process will not take much time after normalcy returns, he added.

In the year 2020, West Bengal Madhyamik Exam started on 18 February and end on 27 February.




Date
Subject
18 February
1st Language
19 February
2nd Language
20 February
Geography
22 February
History
24 February
Mathematics
25 February
Physical Science
26 February
Life Science
27 February
Additional Subject

No comments:

Post a Comment